স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার মাটিতে ১৮-২৮ জুলাই হবে এবারের নারী এশিয়া কাপ প্রতিযোগিতা। যেখানে প্রথমবারের মতো বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন জেসি।
পোস্টে জেসি লিখেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো। উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা) এ নতুন মিশন শুরু হবে। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ ২০২৪-এর দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। সবাই দয়া করবেন। আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’
আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কায় নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী এশিয়া কাপের আসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে ২৮ জুলাই। বাংলাদেশসহ এই আসরে অংশ নিচ্ছে মোট ৮ দল। সবমিলিয়ে ১৫টি ম্যাচই হবে ডাম্বুলায়।
নারী এশিয়া কাপের সূচি-
১৯ জুলাই: নেপাল বনাম ইউএই
১৯জুলাই: ভারত বনাম পাকিস্তান
২০জুলাই: মালয়েশিয়া বনাম থাইল্যান্ড
২০জুলাই: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২১জুলাই: ভারত বনাম ইউএই
২১জুলাই: পাকিস্তান বনাম নেপাল
২২জুলাই: শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
২২জুলাই: বাংলাদেশ বনাম থাইল্যান্ড
২৩জুলাই: পাকিস্তান বনাম ইউএই
২৩জুলাই: ভারত বনাম নেপাল
২৪জুলাই: বাংলাদেশ বনাম মালয়েশিয়া
২৪জুলাই: শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড
২৬জুলাই: সেমিফাইনাল (১)
২৬জুলাই: সেমিফাইনাল (২)
২৮জুলাই ২৮: ফাইনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post