স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বড় হার দেখল ভারত। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ৮ উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত।
২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এ’ গ্রুপে এটি তাদের দ্বিতীয় জয়। এর আগে নেপালকেও হারায় তারা। এদিকে ভারত প্রথম হারিয়েছিল আফগানিস্তানকে।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান সংগ্রহ করে ভারত। পরবর্তীতে তিন ব্যাটারের ফিফটির সাহায্যে ২৫৯ রান তোলে তারা। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার আদর্শ সিং। ৯৮ বলে ৫ চারে ৬০ রান করেন অধিনায়ক উদয় সাহারান। শেষদিকে দ্রুত গতিতে ৪২ বলে ৫৮ রান করেন শচীন দাস। পাকিস্তান যুবাদের পক্ষে মোহাম্মদ জিসান ৪৬ রানে নেন ৪ উইকেট।
২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় উইকেটে ১১০ রানের বড় জুটি গড়েন সজীব খান ও আজান। আরেক ওপেনার সজীব ফিফটি করে ৬৩ রানে আউট হলেও জয় পেতে কষ্ট হয়নি পাকিস্তানের। আজান আওয়াইস ১০ চারে ১৩০ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে টেবিলের শীর্ষে পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post