স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা থেকে ভারত ফিরছেন জাসপ্রিত বুমরাহ। ব্যক্তিগত কারণে তিনি এশিয়া কাপ ছাড়ছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ডানহাতি এই পেসার হুট করে ভারতে ফিরছেন। ফলে খেলা হবে না নেপাল ম্যাচে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশে থাকা বুমরাহ বোলিং করার সুযোগ পান নি। ভারতের ইনিংস শেষে বৃষ্টি হানা দেওয়ায় ম্যাচ পরিত্যক্ত হয়। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এই পেসার। গত আগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারত দলে ফেরানো হয়েছিল তাঁকে।
এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। বুমরাহ না খেললে নেপালের বিপক্ষে ভারতের একাদশে দেখা যেতে পারে আরেক পেসার মোহাম্মদ শামিকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন তিনি। এমনি সুযোগ দেওয়া হতে পারে প্রধিশ কৃষ্ণাকে।
এশিয়া কাপে ভারত দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ*, মোহাম্মদ শামি , মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও সঞ্জু স্যামসন (ব্যাক-আপ ক্রিকেটার)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post