স্পোর্টস ডেস্ক:: সিরি’আ লিগের শিরোপা জিতলো ইন্টার মিলান। একটি, দু’টি নয়, গুণে গুণে বিশবার চ্যাম্পিয়ন হলো ইন্টার মিলান। লিগ শেষ হতো এখনো বেশ বাকী। তবে পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নিয়েছে দলটি।
এসি মিলানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় উদযাপন করেছে সিমোনে ইনজাগির শিষ্যরা। খেলোয়াড় হিসেবে সিরি আ’ লিগের শিরোপা জেতার দুইযুগ পর আবারো শিরোপা জেতার স্বাদ পেলেন ইনজাগি।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় এসে প্রথমবার ইনজাগি পেয়েছেন শিরোপার স্বাদ। তার প্রথম জয়ে এসি মিলানের ২০তম শিরোপা জয়। ম্যাচ শেষে তাই মাঠেই বাধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন কোচ-খেলোয়াড়রা।
এসি মিলানকে হারাতে পারলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে, এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিলো ইন্টার মিলান। ম্যাচের ১৮তম মিনিটেই লিড নেয় দলটি। অ্যাসার্বির গোলে ১-০ গোলে এগিয়ে যায় ইন্টার। প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি এসি মিলান। পিছিয়ে থেকেই তাদেরকে বিরতিতে যেতে হয়।
বিরতির পরও আধিপত্য ধরে রাখে ইন্টার মিলান। ৪৯তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় দলটি। মার্কাস থুরামের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। পিচিয়ে পড়া এসি মিলান ব্যবধান কমাতে প্রানপণ চেষ্টা করে। ম্যাচের শেষ দিকে গিয়ে সেই সুযোগ পায় দলটি। ৮০তম মিনিটে একটি গোল শোধ দিতে পারলেও হার এড়াতে পারেনি। ২-১ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post