নিজস্ব প্রতিবেদক:: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজে ঘরের মাঠে সুযোগ পেয়েছেন সিলেটের চার ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে। আফিফ হোসেন ধ্রুবের নেতৃত্বে থাকা ‘এ’ দলে আছেন সিলেটের তরুণ ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান, জাকের আলী অনীক, দুই পেসার রেজাউর রহমান রাজা ও তানজিম হাসান সাকিব। ঘরের ছেলেরা ঘরের মাঠে নিশ্চয়ই দারুণ কিছু করে দেখাতে চাইবেন।
বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ খুব একটা হয় না। ক্রিকেট বোর্ড নিয়মিত করার চেষ্টা করছে ‘এ’ দলের সিরিজ। সিলেটের মাঠেই হবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজ। চেনা মাঠে তাই নিজেদের প্রমাণের অপেক্ষায় আছেন সিলেটের এই চার ক্রিকেটার।
আগামি ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের সিরিজটি। চার দিনের আন অফিসিয়াল দু’টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রথম চার দিনের ম্যাচটি, অনুষ্টিত হবে। এরপর ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত দ্বিতীয় আন অফিসিয়াল টেস্ট ম্যাচটি অনুষ্টিত হবে সিলেট গ্রাউন্ড দুইয়ে।
বাংলাদেশ ‘এ’ দল:: আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোঃ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অণীক, শাহাদত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রাশিদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post