স্পোর্টস ডেস্কঃ নিজেদের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক জয় পেতে শেষ বলে ব্যর্থ হয়েছে নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার সকালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলে ১ রান নিতে পারলেই হয়ে যেত ড্র। কিন্তু সেই ১ রান নিতে গিয়ে রান আউট হন গুলশান ঝা। স্বপ্ন ভেঙে যায় নেপালের।
সেন্ট ভিনসেন্টে আজ সকালে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১৫ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে নেপালের শেষ দুই ওভারে দরকার ছিল ১৬ রান। তখনই ম্যাচে ভর করে নাটকীয়তা। ১৯তম ওভারে কুশল মাল্লাকে হারিয়ে ৮ রান তুলতে পেরেছে নেপাল। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৮ রান। ওটনিল বার্টমানের করা শেষ ওভারের প্রথম ৫ বল থেকে একটি চারসহ ৬ রান নেন গুলশান। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ২ রান। কিন্তু গুলশান শেষ বলটি ব্যাটেই লাগাতে পারেননি। দৌড়ে রান নিয়ে ম্যাচটি টাই করার চেষ্টা করেছিলেন। কিন্তু নন স্ট্রাইকে অল্প দূরত্বের জন্য রান আউট হয়ে যান তিনি।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দেখেশুনে করে নেপাল। তবে ওপেনিং জুটিতে ৩৫ রানের বেশি করতে পারেনি হিমালয়ের দেশটি। অষ্টম ওভারে কুশলকে বিদায় করে এই জুটি ভাঙেন তাবরাইজ শামসি। ২১ বলে ১৩ করে ফেরেন নেপালি ওপেনার। ওয়ানডাউনে নেমে অধিনায়ক রোহিত রানের খাতাই খোলার সুযোগ পাননি। ওই ওভারের চতুর্থ বলেই শামসির বলে বোল্ড হয়ে ফেরেন নেপালের অধিনায়ক। এরপর অনিল শাহকে নিয়ে দারুণ লড়াই করেন আসিফ শেখ। মূলত প্রোটিয়াদের মনে ভয়টা ধরিয়ে দেন তিনিই। কিন্তু ১৮তম ওভারে শামসির বলেই থেমে যায় তার লড়াই। ৪৯ বলে ৪২ রান করে আসিফ ফিরলে শেষ হয়ে যায় নেপালের আশা। শেষ দিকে প্রোটিয়া বোলারদের সামনে ১১৪ রানেই থেমে যায় নেপাল। বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন শামছি। একটি করে নেন আনরিখ নরকিয়া ও এইডেন মার্করাম।
এর আগে ব্যাটিংয়ে নেমে নেপালি বোলারদের বিপক্ষে তেমন কিছুই করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। একটু কঠিন উইকেটে প্রোটিয়াদের ইনিংসটি সঠিক পথে রাখার চেষ্টা করেছিলেন রিজা হেনড্রিকস। ১৬তম ওভারে আউট হওয়ার আগে ৪৯ বলে ৪৩ রান করেন তিনি। প্রোটিয়াদের হয়ে আর কেউ চল্লিশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি। ছয়ে নামা ট্রিস্টান স্টাবস শেষ দিকে ১ ছক্বা ও ২ চারে ১৮ বলে ২৬ রানে অপরাজিত না থাকলে ১১৫ রানের সংগ্রহও পেত না দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত বল করেছেন নেপালি স্পিনাররা। অনেক বাধা পেরিয়ে দলে ফেরা সন্দ্বীপ লামিচানে উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান। আরেক লেগ স্পিনার কুশল ভুর্তেল ১৯ রানে নিয়েছেন ৪ উইকেট। ২১ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার দীপেন্দ্র সিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post