স্পোর্টস ডেস্কঃ লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদ অনেকটাই এগিয়ে। পিছিয়ে থাকলেও তাদের ধাওয়া করেই যাচ্ছে বার্সেলোনা। লাস পালমাসের পর এবার তারা হারাল কাদিজকে। গত রাতের এ জয়ে সব প্রতিযোগিতায় টানা ষষ্ঠ জয় ও ১৩ ম্যাচে অপরাজিত থাকলো বার্সা। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানেই আছে বার্সা। তাদের পয়েন্ট ৭০। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়্ন্টে ৭৮। আর তিনে থাকা জিরোনার পয়েন্ট ৬৫।
কাদিজের মাঠে বল দখলে দাপট ছিল বার্সার। বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল অতিথিরা। কাদিজের ১৪ শটের বিপরীতে বার্সার শট ছিল ১২টি। তবে গোল করার আসল কাজটা করেছে বার্সাই। ম্যাচের ৩৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত এক ওভারহেড কিকে বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। গতকাল রাফিনহার পরিবর্তে মাঠে নেমেছিলেন তিনি।
ম্যাচ শেষে জয়ের নায়ক ফেলিক্স বলেছেন, ‘আমরা খুবই ভালো খেলেছি। এই মাঠে খেলা সহজ নয়। কিন্তু আমরা পরিশ্রম করেছি এবং এই তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল। আমরা প্রত্যাশার চেয়ে বেশি ভুগেছি। আমাদের আরও ভালোভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করা উচিত ছিল। দলকে সাহায্য করতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। সেটা একাদশে থেকে হোক কিংবা বদলি হিসেবে নেমে হোক। তবে সব খেলোয়াড়ই শুরুর একাদশে থাকতে চায়। আমি আরও বেশি খেলতে চাই। কারণ, আমার ধারণা আমি দলকে সাহায্য করতে পারব। তবে এই সিদ্ধান্ত কোচের ওপর।’
Discussion about this post