স্পোর্টস ডেস্কঃ ওমানকে গুঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। বৃহস্পতিবার ওমানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা, সেটাও ১০১ বল হাতে রেখেই। বল ও ব্যাট হাতে আগুনে পারফরম্যান্স উপহার দিয়েছে পুরো দল। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে হারালে আর অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ড হারলেই নিশ্চিত হবে সুপার এইট।
অ্যান্টিগায় অবস্থিত স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায় ওমান। দলের মাত্র একজন কোনোরকমে ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পেরেছেন। ২৩ বলে ১ বাউন্ডারিতে সর্বোচ্চ ১১ রান এসেছে শোয়েব খানের ব্যাট থেকে। এর বাইরে বলার মতো রান করতে পারেননি আর কেউই।
ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন আদিল রশিদ। জোর্ফ্রা আর্চার ও মার্ক উড ৩টি করে উইকেট লাভ করেন।
৪৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯ বল খেলেই দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। শুরু থেকেই আক্রমণাত্বক ছিল দলটির ব্যাটাররা। ৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক জস বাটলার। ৩ বলে ১২ রান করেন ফিল সল্ট। ২ বলে ৮ রানে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো।
ওমানের হয়ে বিলাল খান ও কলিমুল্লাহ ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post