স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হযে দ্রুততম সেঞ্চুরি করেছেন অধিনায়ক নিগার সুলতানা। ওয়ানডেতে বাংলাদেশও করেছে দলীয় সর্বোচ্চ রানের ‘রেকর্ড’। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পাকিস্তানে বাংলাদেশ এই দুই ‘রেকর্ড’ গড়েছে থাইল্যান্ডের বিপক্ষে।
পাকিস্তানের লাহোর শহরে হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ৭৮ বলে সেঞ্চুরি করেছেন। ১০১ রানের ইনিংসে পনেরো চার ও এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। খেলেছেন ৮০ বল। নারীদের ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি। এর আগে দু’টি সেঞ্চুরি করেছিলেন ফারজানা হক।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশ নিগার সুলতানা ও শারমিন আক্তারের ব্যাটে চড়ে তিন উইকেটে ২৭১ রান তুলেছে। ওয়ানডেতে যা বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ছিলো ২৫২ রান। গত বছর নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে এই রান তুলেছিলো বাংলাদেশ। সেই ‘রেকর্ড’ এবার টপকে গেলো টাইগার্সরা।
নিগারের ১০১ রানের ঝলমলে সেঞ্চুরির ইনিংস ছাড়াও শারমিন আক্তার খেলেছেন ৯৪ রানের দারুণ এক ইনিংস। ১২৬ বলে এগারো চারের ইনিংসে তিনি শেষ পর্যন্ত থেকেছেন অপরাজিত। ওপেনার ফারজানা হকও হাফ সেঞ্চুরি করেছেন। চার চারে ৮২ বলে ৫৩ রান করেছেন তিনি।
জয়ের জন্য ২৭৩ রান করতে হবে থাই মেয়েদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০