স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার অপেক্ষায় মিচেল স্টার্ক। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিতে এই সিদ্ধান্ত নিতে চলেছেন বাঁহাতি এই পেসার। গতকাল আইপিএল শিরোপা জিতেছেন অজি এই বোলার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে দারুণ বল করার সুবাদে জেতেন ম্যাচ সেরার পুরষ্কার। কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন স্টার্ক।
আইপিএল ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে স্টার্ক বলেন, ‘গত ৯ বছরে আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটকে প্রাধান্য দিয়েছি। নিজের শরীরকে বিশ্রাম দেওয়া, ক্রিকেট ছেড়ে একটু দূরে থেকে স্ত্রীর সঙ্গে সময় কাটানো, এসবের সুযোগ নিজেকে দিয়েছি। গত ৯ বছর ধরে আমার ভাবনাজুড়ে এসবই ছিল। সামনে তাকিয়ে দেখুন, ক্যারিয়ারের শুরুর চেয়ে এখন আমি বরং শেষেরই বেশি কাছাকাছি আছি। একটি সংস্করণ তাই হয়তো বাদ দিতে পারি। পরের ওয়ানডে বিশ্বকাপের এখনও অনেক দিন বাকি। এই সংস্করণ চালিয়ে যাব কি না, এটা হয়তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও বেশি খেলার দুয়ার খুলে দেবে আমার জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post