নিজস্ব প্রতিবেদকঃ বিরাট কোহলি-রোহিত শর্মাদের কাঁদিয়ে ওয়ানডেতে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। আহমেদাবাদে রোববার বিশ্বকাপ ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়েই চ্যাম্পিয়ন হয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। একতরফা খেলে তারা ম্যাচটি জিতেছে ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখে।
এ বছর প্যাট কামিন্সের নেতৃত্বে ইংল্যান্ডে অ্যাশেজে ড্র করেছে অস্ট্রেলিয়া। এর আগে ভারতকে হারিয়ে জিতেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিও। কোনটাকে এগিয়ে রাখবেন প্রশ্নে কোনো দ্বিধাই রাখেননি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী নতুন অধিনায়ক। কামিন্স বলেন, ‘এ বছর আমাদের যত সাফল্য, সবার ওপরে থাকবে এটি। একেবারে চূড়ায়।’
কামিন্স আরও বলেন, ‘এটা বিশাল। আমার মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ চূড়া হলো ওয়ানডে বিশ্বকাপ জয়। বিশেষ করে এখানে, এই ভারতে এত বিশাল সংখ্যক দর্শকের সামনে এটা সত্যিই বিরাট কিছু। সবার জন্য এই বছর বিশেষ কিছু, তবে আমাদের ক্রিকেটে দল ভারতে এসে যা করল। এর আগে অ্যাশেজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এরপর এই শিরোপা, সব মিলিয়ে এটা অনেক বড় এবং এই মুহূর্তগুলোই সবাই আজীবন লালন করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post