স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ভারত। ডোমিনিকায় প্রথম টেস্টে তিনদিনেই ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৪১ রানে হারায় ভারত। পোর্ট অব স্পেনে শেষ দিনের বৃষ্টিতে ড্র হয় দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট শেষে এবার ওয়ানডে লড়াইয়ে নামছে উইন্ডিজ-ভারত।
বার্বাডোজে বৃহস্পতিবার সন্ধ্যা প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত। তবে ম্যাচ শুরুর আগের দিনে দেশে ফিরে যাচ্ছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ঘরের মাঠে বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, আজিঙ্কা রাহানেদের সঙ্গে দেশের পথে আছেন তিনি।
সিরাজের বদলি হিসেবে ওয়ানডে দলে কাকে নেওয়া হবে তা এখনও জানায়নি বিসিসিআই। এদিকে ২০০৬ সালে সর্বশেষ উইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। ক্যারিবিয়ানদের ঢেরায় পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে হেরেছিল তারা। ২০০৬ সালের পর ১২টি ওয়ানডে সিরিজের সবগুলোই জিতেছে ভারত।
ভারতের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কওয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমরান মালিক, জয়দেব উনাদকাট, শার্দুল ঠাকুর, মুকেশ কুমার ও যুজবেন্দ্র চাহাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post