স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠের সিরিজ শেষেই টেস্ট থেকে অবসর নেবেন ডেভিড ওয়ার্নার। সাদা পোশাকের ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণাটা গত জুনেই দিয়ে রেখেছেন বাঁহাতি ওপেনার। পাকিস্তানের বিপক্ষে ৩ টেস্টের সেই সিরিজ শুরু হতে আর বাকি ১১ দিন।
পার্থে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে মাঠে নামবে দুই দল। এই ম্যাচই হতে চলেছে ওয়ার্নারের শেষ টেস্ট। প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন দুই পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। যদিও পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন অস্ট্রেলিয়া দলের ত্রয়ী মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। অভিষেকের অপেক্ষায় থাকা ল্যান্স মরিসও সুযোগের অপেক্ষায় থাকবেন।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড—
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস
Discussion about this post