স্পোর্টস ডেস্কঃ লর্ডসের ঐতিহ্যবাহী লং রুমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন মেরিলিবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্য ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আর এই জের ধরে এমসিসির ৩ সদস্যকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এই ঘটনার জন্য এমসিসি ক্ষমা চেয়েছে অস্ট্রেলিয়া দলের কাছে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম লর্ডস। ক্রিকেটের তীর্থস্থান বলা হয় একে। আর এই স্টেডিয়ামের লং রুমও ঐতিহ্যবাহী জায়গা। ক্রিকেটারদের ড্রেসিং রুমে আসা-যাওয়া করতে হলে, এই লং রুম হয়ে যেতে হয়। আর সেখানে থাকেন এমসিসির সদস্যরা।
মূল বিপত্তি বাঁধে জনি বেয়ারস্টোর উইকেট নিয়ে। ম্যাচের চতুর্থ ইনিংসে ৩৭১ রানের টার্গেটে পঞ্চম ও শেষ দিনে খেলতে নামা ইংল্যান্ড নাটকীয়ভাবে বেয়ারস্টোর উইকেট হারায়। দলীয় ১৯৩ রানের মাথায় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি আউট করেন বেয়ারস্টোকে। ওভার শেষ ভেবে ক্রিজ ছেড়ে গিয়েছিলেন বেয়ারস্টো। তবে উইকেটের পেছনে বল হাতে পেয়েই বেয়ারস্টো ক্রিজ ছাড়ার আগেই দূর থেকে সেটি ছুঁড়ে তাকে স্ট্যাম্পিং করেন ক্যারি।
ক্রিকেটীয় আইনে এটি আউট বলে গণ্য হলেও, শুরু হয় বিতর্ক। বিশেষ করে ইংল্যান্ডের সমর্থকরা মেনে নিতে পারেননি এটি। রোববার লর্ডস টেস্টের শেষ দিনে মধ্যাহ্ন বিরতিতে অজি ক্রিকেটাররা যখন ফিরছিলেন ড্রেসিংরুমে, তখন লং রুমে আপত্তিকর কিছু মন্তব্য করেন এমসিসির কয়েকজন সদস্য। যেখানে প্রথমে উসমান খাজা এবং পরবর্তীতে ডেভিড ওয়ার্নারের তর্কে জড়ান তারা। পরিস্থিতি এমন ছিল যে সেখানকার নিরাপত্তাকর্মীরা এসে থামাতে বাধ্য হন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আর সেই ঘটনার জেরেই ৩ সদস্যকে নিষিদ্ধ করেছে এমসিসি। এই নিয়ে তদন্ত করছে এমসিসি। আর তদন্ত চলাকালীন তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে লর্ডসে। একইসাথে ক্ষমাও চাওয়া হয়েছে এই নিয়ে।
এই প্রসঙ্গে এমসিসির প্রধান নির্বাহী গাই ল্যাভেনডার বলেন, ‘ঘটনায় ৩ জন সদস্যকে চিহ্নিত করে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের মর্যাদা বজায় রাখার চেষ্টা করি, কিন্ত অল্প সংখ্যক সদস্যের আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ছিল। তবে অজি অধিনায়ক প্যাট কমিন্স প্রেস কনফারেন্সে জানিয়েছেন সেখানে হাতাহাতির মত কোনও ঘটনা ঘটেনি। তবে সেখানে যা হয়েছেম, সেটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, যা ক্লাবের মূল্যবোধের পরিপন্থী।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post