স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে এমআই এমিরেটস। মোহাম্মদ ওয়াসিমের ঝড়ে লণ্ডভণ্ড শারজাহ ওয়ারিয়র্স। দলটি পাত্তা পায়নি নিজেদের প্রথম ম্যাচে। ৪৯ রানের বড় জয় পায় পোলার্ড-ব্রাভোদের এমিরেটস।
আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৫ উইকেট ২০৪ রান তুলে এমিরেটস। মাত্র ৩৯ বলে ৫টি করে ছয় ও চারের মারে ৭১ রান করে এমিরেটসকে বড় সংগ্রহ এনে দেওয়ার কারিগর ওয়াসিম। এছাড়া এমিরেটসের হয়ে ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৯ রান করেন নিকোলাস পুরান। এই দুজনের ব্যাটে চড়ে মূলত দুইশর বেশি রান করে দলটি।
শারজাহর হয়ে দুই উইকেট করে নেন ক্রিস ওকস ও জুনাইদ সিদ্দিকি।
রান তাড়া করতে গিয়ে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে শারজাহ। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে শারজাহ। ক্রিস ওকসের ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬২ রানের বিস্ফোরক ইনিংস ও রহমানউল্লাহ গুরবাজের ৩১ বলে ৭ বাউন্ডারিতে ৪৩ রান করার পরও তারা জিততে পারেনি। মূলত মিডল অর্ডারে ব্যাটাররা রান করতে পারেননি।
এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমরান তাহির। ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও ডোয়াইন ব্রাভো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post