স্পোর্টস ডেস্কঃ ওয়েলিংটন টেস্টে দারুণ দিন পার করেছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরির পেসের ঝাঁজে ব্যাকফুটে চলে যাওয়া অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেছেন কেবল ক্যামেরন গ্রিন। চারে নেমে ১৫৫ বলে ১০৩ রানে অপরাজিত তিনি। তার ২৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি এটি। চার নম্বরে নেমে শতরান তার এটিই প্রথম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও উসমান খাজার ওপেনিং জুটি থেকে আসে ৬১ রান। এই জুটি ভাঙ্গার পরই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মার্নাশ লাবুশেন, ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারি অল্প রানেই ফিরে যান। মাঝে মিচেল মার্শের এর সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন গ্রিন। তবে মার্শ আউট হওয়ার পর গ্রিনকে আর কেউ সঙ্গ দিতে পারেননি। তার মাঝেও শতক তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ৪৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা পেসার ম্যাট হেনরি। উইলিয়াম ও’রর্কি ও স্কট কুগলেইনও নিয়েছেন দুটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post