স্পোর্টস ডেস্ক:: স্থগিত হয়ে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটির সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশ দল গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলার কথা ছিলো। তবে তখন দুই বোর্ডের সম্মতিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি স্থগিত করা হয়ে ছিলো। এবার এসিবি সেই সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে।
ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজ শেষে আগামি নভেম্বরে বাংলাদেশ দল ওয়েস্টইন্ডিজ সফরে যাবে। ক্যারিবিয়ান দ্বীপে যাওয়ার পথে আফগানিস্তানের বিপক্ষে শারজায় সিরিজ খেলে যাবে বাংলাদেশ দল। তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামি ৬ নভেম্বর। শারজায় সিরিজ শেষ করে বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলতে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আজ বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজনও সিরিজের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এসিবি সিরিজে নিরপেক্ষ ভেন্যু শারজায় আয়োজন করছে। আফগানিস্তান দল নিজেদের হোম ভেন্যু হিসেবে কখনো ভারত আবার কখনো সংযুক্ত আরব-আমিরাতকে ব্যবহার করছে। কিছু দিন আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিলো দলটি। তবে ভারতে মাঠ নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় এবার আরব-আমিরাতকে বেছে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
নিরপেক্ষ ভেন্যুতে সিরিজের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পথে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি খেলবে।’ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে এ বছরের নভেম্বরে।
আফগানিস্তানের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডেটি খেলা হবে ৬ নভেম্বর। দুই দিন বিরতি দিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে ৯ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ১১ নভেম্বর।
গত জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজে ৩টি ওয়ানডের সঙ্গে ছিল ৩ টি–টোয়েন্টি ও ২টি টেস্ট খেলার কথা ছিলো বাংলাদেশ ও আফগানিস্তানের । তবে দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয় ওয়ানডে সিরিজটি। তখন জানানো হয়েছিল, সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করা হবে। এবার সেই সিরিজটি আয়োজন করছে এসিবি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০