স্পোর্টস ডেস্ক:: টি-২০ ক্রিকেট মানেই ক্যারিবিয়ান ক্রিকেটারদের চার/ছক্কার বৃষ্টি। বিশ্ব ক্রিকেটে টি-২০ ফরম্যাটে ক্যারিবিয়ানদের রয়েছে আলাদা গ্রহণ যোগ্যতা। তবে বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে অনেক সময়ই জাতীয় দলে খেলেন না দেশটির তারকারা। খেলে বেড়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
ক্যারিবিয়ানদের টি-২০ ক্রিকেটে বড় নাম আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়াররা। ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলে ফেরানো হয়েছে তাদেরকে। ওয়ানডে সিরিজে না থাকা এই ক্রিকেটাররা ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে খেলবেন। পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হচ্ছে আজ থেকেই।
সিরিজের প্রথম দু্ই ম্যাচের জন্য ক্যারিবিয়ান বোর্ডের নির্বাচকেরা দল ঘোষণা করেছেন। সেই দলে ফিরেছেন আন্দ্রে রাসের, নিকোলাস পুরান, শিমরণ হেটমায়ার ও আকিল হোসেনরা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ হওয়ার শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে খেলেননি এই চার ক্রিকেটাররা। যদিও তারা কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যা দেখিয়ে ছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে টিকই দলে ফিরছেন রাসেল, পুরান, হেটমায়ার, আকিলরা। ইংলিশদের বিপক্ষে প্রথম দুই টি-২০থেকে বাদ পড়েছেন অ্যালিক অ্যাথানেজে, আন্দ্রে ফ্লেচার, ফ্যাবিয়ান অ্যালেন ও শামার স্প্রিঙ্গার। অভিষেকের অপেক্ষায় আছেন টেরেন্স হিন্দস।
টি-২০ দলে নেই জোসেফ আলজারি। ওয়ানডে সিরিজিের তৃতীয় ম্যাচে মাঠে অধিনায়কের সঙ্গে বিবাদে জড়ান তিনি। শাই হোপের সঙ্গে তর্কে জড়িয়ে বেরিয়ে যান মাঠ থেকে। যা বিশ্ব ক্রিকেটে অবিশ্বাস্য। ম্যাচ শেষে তাই ক্যারিবিয়ান বোর্ড দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে আলজারি জোসেফকে। সে কারণে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে নেই তিনি। তার বদলি হিসেবে দলে আছেন ম্যাথিউ ফোর্ড।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি আজ অনুষ্টিত হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি রোববার অনুষ্টিত হবে। টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল।
ইংল্যান্ড বিপক্ষে প্রথম দুই টি-২০’র ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হিন্দস, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০