ওয়েস্ট ইন্ডিজে আগে ব্যাট করবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:: সমতায় টেস্ট সিরিজ শেষে এবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ একাদশ সাজিয়েছেন তিন পেসার, দুই স্পেশালিষ্ট স্পিনার নিয়ে। ক্যারিবিয়ান দ্বীপে গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত খেলা সৌম্য সরকার আছেন একাদশে। তানজিদ তামিমের সঙ্গে একাদশে আছেন আফিফ হোসেন ধ্রুবও।
বাংলাদেশ একাদশ:: তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনীক, রিশাদ হোসেন, তানজীম হাসান সাকিব, তাসকিন আহমদ ও নাহিদ রানা।
বাংলাদেশ অধিনায়ক মিরাজের লক্ষ্য ওয়ানডে সিরিজ জেতা। তিনি সাংবাদিকদের বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে এর আগে আমরা যখন সিরিজ খেলতে এসেছি ওডিআই; বেশির ভাগ ম্যাচ জিতেছি, সিরিজগুলো জিতেছি। শেষ যখন ২০২২ সালে এসেছিলাম, তখনও সিরিজ জিতেছি ওডিআই। ১৮ সালে যখন এসেছি, এই মাঠেই শেষ ম্যাচটা খেলেছিলাম। ওই ম্যাচটা জিতেছিলাম প্রায় ৩০০ প্লাস করেছিলাম। আমরা সিরিজ জিতেছিলাম।’
সাকিব, তামিম, মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই এবার ওয়ানডে সিরিজ খেলতে হচ্ছে বাংলাদেশ দলকে। এটাকে মিরাজ দেখছেন তরুণদের সুযোগ হিসেবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের দলে আরও যারা তরুণ খেলোয়াড় আছে, তাদের জন্য অনেক সুযোগ থাকবে পারফর্ম করার। এখন কিন্তু অনেক প্রতিযোগিতা। যারা এখন ইনজুরিতে আছে বা বাইরে আছে, এই জায়গাগুলোতে ওরা ভালো খেলতে পারলে দিনশেষে আমাদের দলের ও ওদের ক্যারিয়ারের জন্য ভালো হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০