স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র প্রস্তুুতি ম্যাচে আগে ব্যাট করেছে বাংলাদেশ। জাকের, অঙ্কন-মুমিনুলদের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে সাত উইকেটে ২৫৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাট করতে নামা উন্ডিজদের এক উইকেটও তুলে নিয়েছ টাইগাররা।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে। হয়নি বড় জুটি গড়াও। অবশ্য টাইগারদের তিনজন ব্যটার ত্রিশের ঘর পেরুনের পর স্বেচ্ছায় ইনিংস শেষ করেছেন। লিটন দাস, জাকের আলী অনীক, মাহিদুল ইসলাম অঙ্কনরা ব্যাটিংয়ের সুযোগ করে দিয়েছেন অন্যদের।
জাকের আলী অনীক ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করে স্বেচ্ছায় অসবরে যান। ১১০ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৮৭ বলের ইনিংসে তিনিও চারটি চার ও একটি করে ছক্কা হাঁকিয়েছেন।
টাইগারদের হয়ে ৩১ রান করে লিটন দাসও স্বেচ্ছায় ব্যাটিং শেষ করেন। ৫৩ বলের ইনিংসে তিনিও চারটি চার ও একটি ছক্কা হাঁকান। ওপেনার ৮ রানে ফিরেছেন সাজঘরে। ১৫ রানে আউট হয়েছেন জাকির হাসান। তিনে নামা মুমিনুল করেছেন ৩১ রান। ৫৮ বলের ইনিংসে চারটি চার হাঁকিয়েছেন তিনি। ১১ রান করেছেন অধিনায়ক মিরাজ। ১৫ রান করেছেন তাইজুল।
ওয়েস্ট ইন্ডিজ একাদশের হয়ে চ্যাম্প হোল্ডার ও ম্যাক অ্যালিস্টার ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ একাদশ শুন্য রানেই হারিয়েছে প্রথম উইকেট। ইনিংসের চতুর্থ বলে অধিনায়ক ব্র্যাথহোয়াইটকে ফেরান হাসান মাহমুদ। এক উইকেটে দুই ওভারে ৫ রানে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। কিয়ামিন ৩ ও জসুয়া ২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ একটি উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০