স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের চলমান টেস্ট সিরিজের আগে অবসরের ঘোষণা দেন নিল ওয়্যাগনার। সিরিজের প্রথম টেস্টে যদিও তিনি দলের সঙ্গেই ছিলেন। তবে আচমকা অবসরে যাওয়ায় গুঞ্জন উঠছে, নিউজিল্যান্ড দলে চলছে ঝামেলা। যদিও এরকম খবর উড়িয়ে দিয়েছেন দলটির সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন।
সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, ‘সবকিছুই বেশ ভালো চলছে। দল হিসবে যেখানে আমরা সবসময়ই উন্নতি করতে চাই ও বিকশিত হতে চাই। বছরের পর বছর ধরেই আমরা এটা চাইছি। অনেক সময়ই বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের যাওয়া-আসা চলতেই থাকে। আমি যা দেখি, ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে, দল হিসেবে আরও ভালো হয়ে ওঠার চেষ্টা করছে, দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সব মনোযোগ সেদিকেই।’
এদিকে অবসরের আগে দলের সঙ্গে ড্রেসিং রুমে হাসিখুশি ছিলেন ওয়্যাগনার। এ ব্যাপারে উইলিয়ামসন বলেন, ‘আমার মনে হয় না, কাউকে জোর করে অবসরে পাঠানো হয়েছে। গত সপ্তাহে আমাদের অসাধারণ সময় কেটেছে এবং এই প্রতিফলনটা পড়ছিল, যা ছিল অবিশ্বাস্য এক ক্যারিয়ার। ড্রেসিং রুমে চমৎকার সময় কেটেছে আমাদের। অবশ্যই সবকিছু নিখুঁত হয়নি। মাঠের পারফরম্যান্স ভালো হলে আরও ভালো হতো। তবে পুরো ব্যাপারটি ছিল এসবের উর্ধ্বে। দলের জন্য একটা অবিশ্বাস্য কিছু সে করেছে! তার স্কিল আমরা দেখেছি, তার পরিসংখ্যান সবাই দেখছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post