স্পোর্টস ডেস্কঃ ওসাসুনাকে অনায়াসে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে শনিবার ৪-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে তারা এগিয়ে গেছে ১০ পয়েন্টে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। চতুর্থ মিনিটে গোল করেন ভিনিসিউস জুনিয়র। সতীর্থের ব্যাক-পাস পেয়ে নিয়ন্ত্রণে রাখতে পারেননি ওসাসুনার ডিফেন্ডার আলেহান্দ্রো কাতেনা, তার থেকে বল কেড়ে নিয়ে এগিয়ে গিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান তিনি।
এই নিয়ে লিগে টান তিন ও সব মিলিয়ে টান চার ম্যাচে গোল করলেন এই ব্রাজিলিয়ান। তিন মিনিট পরেই সমতায় ফেরে ওসাসুনা। কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হয় রিয়াল। কাছ থেক ভলিতে গোল করেন আনতে বুদিমির। ১৮ মিনিটে ফের লিড পায় রিয়াল। এবার গোল করেন দানি কার্ভাহাল। ব্রাহিম দিয়াসের ক্রস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কাট-ব্যাক করেন ভালভার্দে। ছয় গজ বক্সের বাইরে থেকে সাইড ফুট ভলিতে দারুণ গোল করেন এই রাইটব্যাক। ৬১ মিনিটে ব্যবধান বাড়ান দিয়াস। ভালভার্দের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন মরক্কোর এই মিডফিল্ডার।
এর মিনিট তিনেক পরেই ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিউস। নিজেদের অর্ধ থেকে অ্যান্টনিও রুডিগারের বাড়ানো বল শরীর দিয়ে থামিয়ে ভিনিসিউসকে বাড়ান ভালভার্দে। বল নিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন এই ব্রাজিলিয়ান। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ইকার মুনোসের গোলে ব্যবধান কমায় ওসাসুনা। এ জয়ে লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৯ ম্যাচে ৭২। দ্বিতীয় স্থানে থাকা জিরোনা ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট। তিনে আছে বার্সেলোনা। আর চারে অবস্থান অ্যাথলেটিকো মাদ্রিদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post