স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে শেষের রোমাঞ্চে দারুণ জয় পেয়েছে জিম্বাবুয়ে। বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ইনিংসের শেষে বলে বাউন্ডারি হাঁকিয়ে নাটকীয় জয় নিয়ে ফিরেন ক্লাইভ মাদান্ডে। বৃষ্টি আইনে জিম্বাবুয়ে জয় পায় ৩ উইকেট হাতে রেখে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
৪১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা রায়ান বার্ল। ৪৫ বলে ৪৩ রানের ইনিংসে অবদান রাখেন সিকান্দার রাজা। শেষ ৮ বলে ২৩ আর শেষ বলে ৪ রানের সমীকরণ মিলিয়ে জয়ের আনন্দে ভাসে জিম্বাবুয়ে। ক্লাইভ মাদানের ৯ বলে অপরাজিত ১২, ব্র্যাড ইভান্স ২ বলে ৬ ও ওয়েলিংটন মাসাকাদজার ১ বলে অপরাজিত ১ রানের ইনিংসে শেষ বলে যায় পায় তারা।
এর আগে ব্যাট করতে দলীয় ২৫ রানে দুই উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। এরপর ২১২ রানের জুটি গড়েন অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি টেক্টর। এই জুটিই বড় সংগ্রহ এনে দেয় আইরিশদের। ১৩৭ বলে ১২১ রান তুলে রিটায়ার্ড হার্ট হন বালবির্নি। টেক্টর শেষ পর্যন্ত ১০৯ বলে ১০১ রান তুলে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে ৬৫ রান খরচায় দুই উইকেট নেন ভিক্টর এনাউচি।
রান তাড়ায় ৯৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। তবে পঞ্চম উইকেটে ৭৬ রানের জুটিতে দলকে লড়াইয়ে রাখেন রাজা ও বার্ল। জিম্বাবুয়ের রান যখন ৪ উইকেটে ১৭৫, বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। আবার খেলা শুরু হলে স্বাগতিকদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৭ ওভারে ২১৪, অর্থাৎ ২২ বলে দরকার তখন ৩৯।
এই ধাপে দ্বিতীয় বলেই রাজা বিদায় নেন ৪টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করে। শেষ ৮ বলে দরকার যখন ২৩, জশ লিটলকে পরপর চার-ছক্কায় ব্যবধান কমানোর পথে বার্ল ফিফটি পূর্ণ করেন ৩৯ বলে। শেষ পর্যন্ত এই বাঁহাতি ৪১ বলের ছয়টি চার ও দুটি ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post