স্পোর্টস ডেস্ক:: অভিষেকে নেমেই দারুণ কীর্তি গড়লেন অজি ওপেনার স্যাম কানস্টাস। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ট ওপেনার হিসেবে অভিষেকের রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্টেই শক্তিশালী ভারতের বিপক্ষে বড় পরীক্ষা দিয়েছেন তিনি। জাসপ্রিম বুমরার পরীক্ষায় উতরে গিয়ে তারই পরীক্ষা নিয়েছেন আবার। যে পরীক্ষায় ফেল করেছেন ভারতীয় পেসার।
টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ১৮ রান খরচ করতে হয়েছে বুমরা। বক্সি ডে টেস্টের সব নজর তাই স্যাম কানস্টাসের দিকে। অস্ট্রেলিয়ার ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ওপেনারের খেলা প্রথম ১৮ বলেই বোলারের নাম যে যশপ্রীত বুমরা। তিন ওভারের সেই পরীক্ষায় ১৯ বছর বয়সী স্যাম ফেল করেননি। উতরে যান দারুণ ভাবে। বুমরাহর পরের ওভারে নিয়েছেন উল্টো তার পরীক্ষা।
বুমরাহর করার ব্যক্তিগত চতুর্থ ওভার থেকে ১৪ রান আদায় করে নেন স্যাম কানস্টাস। টেস্ট ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার এক ওভারে ১৪ বা এর বেশি রান খরচ করার অভিজ্ঞতা হলো বুমরার। টেস্টে নিজের সর্বশেষ ৪৪৮৩ বলের মধ্যে প্রথম ছক্কা খাওয়ার অভিজ্ঞতাও হলো তার।
এরপর বুমরাকে আরো বিস্ময় উপহার দেন অভিষিক্ত অজি ওপেনার। ১ ছক্কা ও ২ চারে নিলেন ১৮ রান। ৪৪ টেস্টের ক্যারিয়ারে এক ওভারে এত রান দেওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম এই ভারতীয় পেসারের। বক্সি ডে টেস্টের আগে টেস্টে দুবার এক ওভারে সর্বোচ্চ ১৬ রান খরচ করেছিলেন বুমরা। প্র
বুমরার ‘কঠীন পরীক্ষা নিয়ে রেকর্ড গড়া স্যাম কানস্টাস ৫২ বলে হাফ সেঞ্চুরি করেছেন। রবীন্দ্র জাদেজার লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৬৫ বলে ৬০ রান করেছেন তিনি। অভিষেকের এই ইনিংসে কনস্টাসের স্ট্রাইক রেট ৯২.৩০। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে এক নম্বরে ব্যাট করে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড।
এসএনপিস্পোর্টসটায়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০