স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়ছে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। চেন্নাইয়ের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট ২০০ রানের বিশাল পুঁজি পেয়েছে। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ডেভন কনওয়ে। ওপেনিংয়ে নেমে ৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। দুই ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত ফিনিশিং করেছেন ধোনি।
টস জিতে ব্যাট করতে নেমে বরাবরের মতো এই ম্যাচেও দারুণ শুরু পায় চেন্নাই। ৯.৪ ওভার স্থায়ী ঋতুরাজ গায়কোয়াদ ও কনওয়ের ব্যাট থেকে উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। ৩৭ রান করে আউট হন গায়কোয়াদ। এরপর দ্বিতীয় উইকেটে শিভম দুবেকে সাথে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন কনওয়ে। সেই জুটি ভেঙে ২৮ রান করে ফিরে যান দুবে।
এরপর উইকেটে এসে মঈন আলি ও রবীন্দ্র জাদেজা খুব আলো ছড়াতে পারেননি। একাই দলকে টেনে নিয়ে যান কনওয়ে। ইনিংসের শেষ দিকে ৪ বলে ২ ছক্কায় ১৩ রানের অপরাজিত ক্যামিও খেলে দলের রান দুইশতে নিয়ে যান অধিনায়ক ধোনি। অপরপ্রান্তে ৫২ বলে ১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৯২ রান করে অপরাজিত থাকেন কনওয়ে। আসরজুড়ে দারুণ ফর্মে থাকা এই ব্যাটারের পঞ্চম ফিফটি এটি। তবে সর্বোচ্চ রানের স্কোর।
পাঞ্জাবের হয়ে অর্ষদীপ সিং, স্যাম কারান, রাহুল চাহার ও সিকান্দার রাজা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post