স্পোর্টস ডেস্কঃ রেকর্ডগড়া জয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে কিউইরা। আহমেদাবাদে আগে ব্যাট করে ২৮২ রান করে ইংল্যান্ড। রান তাড়ায় ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের রেকর্ডগড়া জুটিতে ৯ উইকেটের জয় পায় তাসমান সাগরপাড়ের দেশটি। দুই বাঁহাতি ব্যাটারের সেঞ্চুরিতে ৮২ বল হাতে রেখে জয় পায় তারা।
এরপর কনওয়ে ও তিনে নামা রবীন্দ্র সেঞ্চুরি করে ২৭৩ রানের রেকর্ড জুটি গড়ে দলকে জয় এনে দেন। ওপেনার কনওয়ে খেলেন ১২১ বলে ১৫২ রানের বিধ্বংসী ইনিংস। এই ব্যাটার ১৯টি চার ও তিনটি ছক্কা হাঁকান। তিনে ব্যাট করতে নেমে তরুণ অলরাউন্ডার রবীন্দ্র ১২৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ৯৬ বলে সাজানো ইনিংসে ১১টি চার ও পাঁচটি ছক্কার শট ছিল। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ২৭৩ রান, বিশ্বকাপে যা নিউজিল্যান্ডের রেকর্ড।
কনওয়ে ও রবীন্দ্র বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন। ২০১৫ বিশ্বকাপে গ্রিস গেইল ও মারলন স্যামুয়েলস জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ রানের জুটি গড়েছিলেন। সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড় ১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১৮ রানের জুটি দিয়েছিলেন। ২০১১ বিশ্বকাপে তিলেকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গা গড়েছিলেন ২৮২ রানের জুটি জিম্বাবুয়ের বিপক্ষে। এবার কনওয়ে ও রবীন্দ্র ইংল্যান্ডের বিপক্ষে গড়লেন ২৭৩ রানের জুটি। ২০১৫ বিশ্বকাপে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ আফগানিস্তানের বিপক্ষে ২৬০ রানের জুটি গড়েছিলেন।
এদিকে বিশ্বকাপ অভিষেকে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রবীন্দ্র। ২৩ বছর ৩২১ দিনে সেঞ্চুরি পেয়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড বিরাট কোহলির। তিনি ২০১১ বিশ্বকাপে ২২ বছর ১০৬ দিনে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন। ১৯৯২ বিশ্বকাপ অভিষেকে অ্যান্ডি ফ্লাওয়ার সেঞ্চুরি পেয়েছিলেন ২৩ বছর ৩০১ দিনে। অন্যদিকে বিশ্বকাপ অভিষেকে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির কীর্তি গড়েছেন কনওয়ে। ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের জেরমি বেরি ৩৩ বছর ১০৫ দিনে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। কনওয়ে ৩২ বছর ৮৯ দিনে সেঞ্চুরি পেলেন গতকাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post