নিজস্ব প্রতিবেদকঃ সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর আগামী ২১ জুন ভারতের ব্যাঙ্গালোরে শুরু হবে। আসরে বাংলাদেশসহ খেলবে ৭ দল। যদিও দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় ৮ দল রাখতে চাইছেন আয়োজকরা। কিন্তু এখন পর্যন্ত অষ্টম দলের নাম চূড়ান্ত হয় নি।
আসন্ন সাফকে সামনে রেখে বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা প্রস্তুতি ম্যাচটি খেলবে কম্বোডিয়ার বিপক্ষে তাদেরই মাঠে। আগামী ১৫ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেখান থেকে কোচ হ্যাবিয়ের কাবরেরা দল নিয়ে যাবেন ব্যাঙ্গালোরে।
জাতীয় দল কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘ফিফা উইন্ডোর মধ্যেই ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করতে পেরেছি আমরা। বেশ কিছু ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত কম্বোডিয়াকে পাওয়া গেছে। সেখানে খেলে ১৬ জুন ব্যাঙ্গালোরে উদ্দেশে নমপেন ছাড়বে দল।’
২০০৩ সালে সবশেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০০৫ সালের আসরে সবশেষ ফাইনাল খেলেছিল বেঙ্গল টাইগাররা। ২০০৫ আসরের পর কখনও ফাইনাল খেলতে পারেনি তারা। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার সবশেষ আসরের (২০২১) চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post