স্পোর্টস ডেস্কঃ মৌসুমের শুরুতেই বড় ধাক্কা ম্যানচেস্টার সিটি শিবিরে। ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে দলটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। জানা গেছে ইনজুরি থেকে ফিরতে তার অস্ত্রোপচারও লাগতে পারে, সবমিলিয়ে চার মাসের মতো বাইরে থাকতে পারে এই তারকা ফুটবলারকে।
ডি ব্রুইনের চোটের ব্যাপারে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘চোটটা গুরুতর। আমাদের সিদ্ধান্ত নিতে হবে তার অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা, তবে কয়েক মাসের জন্য সে মাঠের বাইরে থাকবে। আগামী কয়েক দিনে অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সে তিন বা চার মাসের জন্য ছিটকে যেতে পারে।’
চোটের কারণে প্রাক-প্রস্তুতি মৌসুমের কোনো ম্যাচে নামতে পারেননি ডি ব্রুইনে। এরপর কমিউনিটি শিল্ডের ফাইনালেও আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গার্দিওলা তাকে বেঞ্চে বসিয়ে রাখেন। গত শুক্রবার বার্নলির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ছিলেন শুরুর একাদশে। তবে দুর্ভাগ্য পিছু ছাড়ল না। দলের ৩-০ গোলে জয়ের ম্যাচে ২৩তম মিনিটে ফের হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ডি ব্রুইনেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post