স্পোর্টস ডেস্ক: আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। এজন্য এখন থেকেই স্টেডিয়ামগুলোর সংস্কারকাজ শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমানে পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ দল স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার কথা ছিল করাচিতে। এই ম্যাচটি দর্শক শূন্য মাঠে হবে আগে জানিয়েছিল পিসিবি। আর এই কারণেই শেষ পর্যন্ত করাচিতে হচ্ছে না পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। করাচি থেকে সরানো হয়েছে দুই দলের দ্বিতীয় ম্যাচ।
আগামী ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। পিসিবি বিবৃতিতে লিখেছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির বিষয়ে আমাদের নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলাকালীন যখন নির্মাণকাজ চলবে, সেই শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, অফিশিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়াকেও সমস্যায় ফেলবে।’
প্রসঙ্গত, ১৯৯৬ বিশ্বকাপের পর পাকিস্তানে আইসিসির আরও কোনো প্রতিযোগিতা হয়নি। লম্বা সময় পর তাদের সামনে সেই সুযোগ এসেছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। এজন্য নিজেদের সব দিক থেকে প্রস্তুত রাখতে চায় তারা। আর তাই নতুন করে সাজানো হচ্ছে স্টেডিয়ামগুলো। এদিকে শুধু করাচিই নয়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও সংস্কারকাজ শুরু করেছে পিসিবি। কাজ করা হবে মুলতান ও ইসলামাবাদেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০