স্পোর্টস ডেস্ক:: ফরাসি তারকা করিম বেনজেমা গোল করলেন, দলকে লিড এনে দিলেন। রিয়াল মাদ্রিদকে তবুও জিততে হলো টাইব্রেকারে গিয়ে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভ্যালেন্সিয়াকে হারিয়ে সুপার কাপের ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ।
রাতের ম্যাচে মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ১-১ গোলের সমতায় নিষ্পত্তি নির্ধারিত সময়। প্রথমার্ধের শেষ দিকে লিড নেয় রিয়াল। বিরতি থেকে ফিরেই গোল শোধ করে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া।
ম্যাচে বল দখলের লড়াইয়েও প্রায় সমানে সমান ছিলো দুই দল। করিম বেনজেমার দল অবশ্য কিছুটা এগিয়ে ছিলো। তাদের তিনটি শট অন টার্গেটের বিপরীতে ভ্যালেন্সিয়ার ছিলো দুটি। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে ম্যাচটি জিততে বেনজেমাদের।
ম্যাচের শুরু থেকেই দুই দল সমানে সমান লড়াই করতে থাকে। প্রথমার্ধের শেষ দিকে লিড নেয় রিয়াল। সেটাও পেনাল্টি থেকে। নিজেদের রক্ষণভাগে রিয়ালের খেলোয়াড়কে ফাউল করেন ভ্যালেন্সিয়ার ডিফেন্ডাররা। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন বেনজেমা। পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় ভ্যালেন্সিয়া।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হলে দ্রুতই সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। বিলম্ব না করেই গোল শোধ করে ফেলে দলটি। ম্যাচের ৪৬তম মিনিটে সামিউল লিনোর গোলে স্কোর লাইন ১-১ করে দলটি। বাকীটা সময় কোনো দল আর গোলের দেখা না পেলে টাইব্রেকারে যায় ম্যাচ। ৪-৩ গোলের শ্বাসরুদ্ধকর টাইব্রেকার শেষে ফাইনালে উঠে রিয়াল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post