স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগে গোল করার হ্যাটট্রিক করলেন করিম বেনজেমা। টানা তিন ম্যাচেই গোল করেছেন তিনি। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে একধাপ এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ।
বেনজেমা-আসেনসিও’র গোলে চেলসিকে উড়িয়ে দিয়ে শেষ চারের পথ পরিস্কার করলো রিয়াল। শেষ আটের প্রথম লেগে ২-০ গোলের এই জয়ে বেনজেমারা সেমির পথে অনেকটাই এগিয়ে গেলেন। আক্রমণাত্মক ফুটবল খেলে দুই অর্ধের দুই গোলে চেলসিকে হারিয়েই মাঠ ছাড়লো মাদ্রিদরা।
করিম বেনজেমাদের একের পর এক আক্রমণে চেলসি নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকে। তেমন আক্রমণের কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। উল্টো দ্বিতীয়ার্ধে পরিণত হয় দশ জনের দলে।
ম্যাচের ২১তম মিনিটেই ফরাসি তারকা করিম বেনজেমা এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। ১-০ গোলে এগিয়ে যাওয়া রিয়াল প্রথমার্ধের পুরোটা সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে। পিছিয়ে পড়েই বিরতিতে যায় চেলসি।
বিরতির পর নিজেদের গুছানোতো দূরের কথা, চেলসি হয়ে যায় দশ জনের দল। ম্যাচের ৫৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় বেন চিলওয়েলকে। দশ জনের দলটি আর প্রতিরোধ গড়তে পারেনি। সুযোগ কাজে লাগিয়েও মার্কো আসেনসিও ম্যাচের ৭৪তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ২-০ গোলে।
ম্যাচের বাকীটা সময় কোনো দল আর গোল করতে পারেনি। ২-০ গোলের জয়ে সেমির পথে এগিয়ে গিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post