নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি শঙ্কা ছিল আগেই। অবশেষে বৃষ্টি নেমেছে ইডেন গার্ডেন্সে। ফলে বন্ধ হয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল খেলা। তবে স্থানীয় সময় বিকেল ৪টার আগে থেমেছে ইডেনের বৃষ্টি। খানিকক্ষণ পর বৃষ্টি থামে, এরপর শুরু হয় মাঠ প্রস্তুতির কাজ।
জানা গেছে স্থানীয় সময় বিকেল ৪-০৫ মিনিটে শুরু হবে খেলা, ওভার কমবে না। অতিরিক্ত ২ ঘণ্টা বরাদ্দ আছে সেমিফাইনালের জন্য। এর আগে ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ১৪ ওভারের খেলা শেষে ম্যাচে হানা দেয় বৃষ্টি। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা।
বৃহস্পতিবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই টেম্বা বাভুমাকে হারায় দক্ষিণ আফ্রিকা। দলটির অধিনায়ককে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। উইকেটের পেছনে ধরা পড়েছেন বাভুমা। ৪ বল খেলে ডাক খেয়েছেন তিনি। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ডিক ককও।
আসর জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা ডি কক সেরা রান সংগ্রাহকের তালিকায় আছেন দুই নম্বরে। তবে আজ ফিরেছেন মাত্র ৩ রান করে। এরপর রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। তবে ব্যর্থ হয়েছেন তারাও। ডুসেন ৩১ বলে করেছেন ৬ রান। মার্করাম ২০ বলে করেছেন ১০ রান।
Discussion about this post