স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। সেই টস জিতেছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে কলকাতা। একাদশ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তারকা লিটন কুমার দাস। আগের ম্যাচে ব্যাট হাতে ও গ্লাভস হাতে ব্যর্থ হওয়ায়, এই ম্যাচে সু্যোগ পাচ্ছেন না লিটন। দিল্লি ক্যপিটালসের বিপক্ষে নিজের আইপিএল অভিষেক ম্যাচে ৪ বলে ৪ রান করেন তিনি। উইকেট কিপিংয়েও সহজ স্টাম্পিং মিস করেছেন।
যার ফলে ধোনিদের বিপক্ষে এই ম্যাচে একাদশে দেখা যাওয়া নিয়ে সংশয় ছিল। যদিও বিভিন্ন মাধ্যমে মিলছিল আশ্বাস। একাদশে দেখা যেতে পারে টাইগার তারকাকে। তবে শেষ পর্যন্ত হচ্ছে না। ইডেন গার্ডেন্স কলকাতার হয়ে অভিষেক ম্যাচ খেলার জন্য অপেক্ষা বাড়লো লিটনের।
একাদশ থেকে বাদ পড়লেও, অবশ্য ইমপ্যাক্ট খেলোয়াড়ের তালিকায় আছেন লিটন। পাঁচ জনের তালিকায় একমাত্র বিদেশি হিসেবে আছেন তিনি। যদিও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। একে তো চার বিদেশি আছেই একাদশে। চার জনের বেশি বিদেশি খেলানোর নিয়ম নেই। তার ওপর কেননা কলকাতার ব্যাটিং ইনিংসের সময় ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে দুর্দান্ত ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ারের খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
লিটনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ডেভিড ভিসে। কলকাতার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামছেন তিনি। একাদশে আরও একটি পরিবর্তন এনেছে কলকাতা। বাদ পড়েছেন মানদীপ সিং। তার পরিবর্তে একাদশে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার নারায়ণ জগদীশ।
এদিকে কলকাতা একাদশে পরিবর্তন আনলেও, চেন্নাই নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই খেলতে নামছে এই ম্যাচেও।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
নীতিশ রানা (অধিনায়ক), জেসন রয়, নারায়ণ জগদীশ, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ডেভিড ভিসে, কুলওয়ান্ত কেজরোলিয়া, সুয়াশ শর্মা, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস একাদশ
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াদ, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, মঈন আলি, শিভম দুবে, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post