স্পোর্টস ডেস্কঃ ভারতের টেস্ট দলেই এখন শুধুমাত্র খেলেন আজিঙ্কা রাহানে। তবে প্রায় লম্বা সময় ভারতের কোনো টেস্ট ম্যাচ নেই সামনে। অন্তত ডিসেম্বরের আগে সাদা পোশাকে মাঠে নামার সুযোগ নেই। অবসর এই সময়ে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল রাহানের।
কাউন্টি ক্রিকেটের দল লিস্টারশায়ারের সাথে চুক্তি করেছিলেন রাহানে। দলটির হয়ে প্রথম শ্রেণির ম্যাচ, লিস্ট ‘এ’ ম্যাচ ও টি-টোয়েন্টি ব্লাস্টেও খেলার কথা ছিল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগেই যোগ দেওয়ার কথা ছিল সেখানে। তবে বিসিসিআই অপেক্ষা করতে বলায়, আর যাননি তিনি।
উইন্ডিজ সিরিজ খেলে ইংল্যান্ডে উড়াল দেওয়ার সুযোগ ছিল রাহানের। তবে সিরিজ শেষ হয়ে মাঝে লম্বা বিরতি থাকলেও, আর না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডানহাতি এই ব্যাটার বাতিল করেছেন চুক্তি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, অতিরিক্ত চাপ নিতে চান না। আপাতত বিরতি নিতে চান। ক্রিকেট রেখে পরিবারকে সময় দিতে চান। এই নিয়ে লিস্টারশায়ার এক বিবৃতি দিয়েছে।
সেই বিবৃতিতে লিস্টারশায়ার জানিয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটের চাপ বৃদ্ধির কারণে রাহানে কাউন্টি না খেলার কথা জানিয়েছেন। আগস্ট এবং সেপ্টেম্বর, এই দুই মাস ক্রিকেট থেকে দূরে থাকার কথা আমাদের জানিয়েছে রাহানে। আমরা রাহানের পরিস্থিতি বুঝতে পারছি। গত কয়েক মাসে প্রচুর ক্রিকেট খেলতে হয়েছে তাকে। ভারতের মাটিতে যেমন খেলেছে, তেমন জাতীয় দলের সঙ্গে সফরও করেছে। তাই আমরা তার ইচ্ছাকে সম্মান জানাচ্ছি। তার বিশ্রাম দরকার। পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post