স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক দিন কয়েক ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ইতি টেনেছেন। টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাটেও খেলতেন না। তাই আন্তর্জাতিক ক্রিকেটে এলগারের পথচলা শেষ। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
ক্যারিয়ারজুড়ে লাল বলের ক্রিকেটকে প্রাধান্য দেওয়া এলগার এবার কাউন্টি ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল এসেক্সের সাথে ৩ বছরের চুক্তি করেছেন তিনি। ২০২৪ সাল থেকে শুরু হবে এই চুক্তি। এর আগেও কাউন্টিতে খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি ওপেনারের। সমারসেট ও সারের হয়ে খেলেছেন তিনি।
এদিকে নতুন দলের হয়ে কাউন্টিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত এলগার। এক প্রতিক্রিয়ায় তিন বলেন, ‘এসেক্সের সাথে আমার ক্রিকেট যাত্রার নতুন অধ্যায় শুরু করতে পেরে রোমাঞ্চিত। ক্লাবটি সাম্প্রতিক বছরগুলিতে সম্মানের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং আমি আরও সাফল্যের জন্য অবদান রাখতে চাই।’
‘কাউন্টি ক্রিকেটে আমার আগের অভিজ্ঞতাগুলি আমি দারুণ উপভোগ করেছি। আমি সত্যিই আগামী মৌসুমের জন্য দলে যোগ দিতে মুখিয়ে আছি।’ যোগ করেন এলগার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post