স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয় করা আসা বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে। দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছে বাংলাদেশ। শুরুতে ভারতের একাধিক উইকেট তুলে নিলেও শেষ দিকে গিয়ে খেই হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ শুরুর পর ইনিংস বড় করার সময় ফিরে আসছেন সাজঘরে। এনিয়ে বেশ চিন্তিত টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বড় হারের পর এবার খেলোয়াড়দের মোটিভেশন করার চেষ্টা করছেন টাইগারদের প্রধান কোচ। তারা দেশের হয়ে খেলছেন, দেশকে প্রতিনিধিত্ব করছেন সেটাই আরো পরিস্কার করে বুঝিয়ে দেন টাইগার কোচ। কানপুর টেস্টের আগে ক্রিকেটারদের উৎসাহ দিতে নানা চেষ্টা করছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। ইতিমধ্যে কানপুরে পৌঁছে অনুশীলনও সেরেছেন ক্রিকেটাররা।
এদিকে কানপুর টেস্টের জন্য গ্রিণ পার্ক স্টেডিয়ামের গ্রাউন্ডসকর্মীরা দু’টি উইকেট তৈরি করে রেখেছেন। কোন উইকেটে খেলা হবে সেটি বুধবার পর্যন্ত জানতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে সেটি জেনে নেবে টাইগাররা। এরপরই উইকেট দেখে হবে একাদশ নির্বাচনের কাজ।
কানপুরে পৌঁছে গণমাধ্যমের সাথে এসব নানা বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। স্পষ্ট জানিয়েছেন, সেট হয়ে ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছেন, যেটা ভালো লক্ষণ নয়। চিন্তিত তার দল। দলের টপঅর্ডার নিয়ে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘ভালো শুরুর পর ওরা আউট হয়ে যাচ্ছে এটা নিয়ে আমরা একটু চিন্তিত। তারা ভালো করতে মুখিয়ে আছে। গত ম্যাচে আমাদের মেধা ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’
একাদশে থাকা টপ অর্ডারের বেশিরভাগই বাঁহাতি। সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকদের নিয়ে গড়া টপ অর্ডারের কম্বিনেশন সমস্যায় দিচ্ছে কিনা এমন প্রশ্নে কোচ বলেন, ‘আমাদের মনে হয় এটাই আমাদের সেরা কম্বিনেশন, হোক ডানহাতি বা বাঁহাতি। একাদশে পরিবর্তন নির্ভর করছে কাল উইকেট দেখার ওপর।’
সেট হওয়া ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে হবে জানিয়ে কোচ বলেন, , ‘ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে। এটাই দুশ্চিন্তার বিষয়। ক্রিকেটে কেউ ৩০ বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরী। কীভাবে প্রতিরোধ গড়তে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে।’
ক্রিকেটারদের উৎসাহ দিতে নানা চেষ্টা করছেন কোচ। বলেন, ‘সবচেয়ে বড় মোটিভেশন আসে- তুমি তোমার দেশের হয়ে খেলছো। সবাই দেশের হয়ে খেলতে পারে না। সবাই চায় তুমি ভালো করো। সেটা কীভাবে করা যায়, সামর্থ্য অনুযায়ী খেলা যায়, গত ম্যাচ থেকে শিক্ষা নেওয়া যায় এসব নিয়েই আমরা ভাবছি।’
কানপুরের মাঠ কর্মীরা দু’টি উইকেট তৈরি করছেন। তাই ম্যাচের আগের দিন পিচ দেখে একাদশ টিক হবে জানিয়ে চন্ডাক হাথুরুসিংহে বলেন, ‘পিচ একটু দেখেছি। মাঠকর্মীরা দুটি পিচ তৈরি করছে। কোনটা বেছে নেওয়া হবে জানি না। কাল এসে হয়তো দেখতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০