স্পোর্টস ডেস্ক:: কানপুর টেস্টের তৃতীয় দিনে কোনো বৃষ্টি হয়নি। তবুও মাঠে গড়ালো না খেলা। বৃষ্টি না হওয়ায় খেলা মাঠে গড়ানো নিয়ে দুই দল আশাবাদী হলেও আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত করেছেন। আর পরিত্যাক্ত করা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশারা। কারণ তথ্য নিয়ে রীতিমতো লূকোচুরি চলছে। প্রেসবক্সে সাংবাদিকদের এক ধরণের তথ্য দেওয়া হচ্ছে, টিম হোটেলে থাকা দুই দলকে দেওয়া হচ্ছে ভিন্ন তথ্য।
বৃষ্টি না হলেও দুই দলের কেউই মাঠে আসেনি। আয়োজকদের পক্ষ থেকে গ্রিণ সিগনাল না পাওয়াতে হোটেলেই বন্দী থাকেন ক্রিকেটাররা। বেলা আড়াইটায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করে খেলা পরিত্যাক্ত হওয়ার সিদ্ধান্ত জানান। তবে তাদের পরিদর্শনের আগে কানপুর টেস্টে বিসিসিআইয়ের স্কোরার আগলেস ত্রিপাঠি আম্পায়ারদের পরবর্তী মাঠ পরিদর্শনের সময় জানাতে গিয়ে ছোট্ট করে একটা তথ্য দিয়ে বললেন, ‘খেলা বন্ধ আছে আলোক স্বল্পতার কারণে।’
ভারতীয় বোর্ডের অফিসিয়াল স্কোরারের এই ঘোষণার পর প্রেসবক্সে হাসিতে মেতে উঠেন ভারতীয় সাংবাদিকরা। যারা কানপুরের গ্রিণপার্কে নিয়মিত ম্যাচ কাভারেজ করেন। তাদের সেই হাসিতে যোগ দিনে স্কোরার আগলেস ত্রিপাঠিও। পরে অবশ্য জানা যায় তাদের হাসির কারণ। কারণ ভারতের পক্ষ থেকে প্রেসবক্সে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। কারণ টিম হোটেলে তখন দলগুলোকে খবর দেওয়া হয় ভেজা আউট ফিল্ডের কারণে খেলা শুরু হচ্ছে না।
কিন্তুু প্রেসবক্সে এই তথ্য দেওয়ার কারণ ভিন্ন। গ্রিন পার্কের আউটফিল্ড নিয়ে ভারতীয় সাংবাদিকেরা সমালোচনা করে থাকেন সব সময়ই। অনুপযুক্ত আউটফিল্ড বলে সামান্য বৃষ্টিতেই সেখানে খেলা পরিত্যাক্ত হয়। প্রেসবক্সে আউটফিল্ড ভেজার তথ্য দিলে সাংবাদিকেরা আরো এক দফা সমালোচনায় মেতে উঠবেন। সেজন্যই তাদেরকে আলোক স্বল্পতার তথ্য জানানো হয় প্রেসবক্সে। আর যে কারণেই হাসি-ঠাট্টায় মেতে উঠেন প্রেসবক্সের সাংবাদিকেরা।
দুই জায়গায় দুই রকম তথ্য দিয়ে উত্তর প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন সমালোচনা যেনো আরো বাড়িয়ে দিলে। হোটেলে দেওয়া খবর গোপন যে থাকেনি সাংবাদিকদের কাছে।
কানপুর টেস্টে তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। সকাল থেকে কানপুরের আকাশে বৃষ্টি না হলেও আউটফিল্ড ভেজা থাকায় আম্পায়াররা খেলা শুরু করেননি। অপর দিকে মাঠ কর্মীরা মাঠ শুকানোরও কোনো তাগদা মনে করেননি। মাঠে শুকাতে তাদের কোনো ধরনের প্রচেষ্টাও চোখে পড়েনি ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদের। তাতে বোঝাই যাচ্ছে আউটফিল্ড কতটা খারাপ।
তৃতীয় দিন চলে গেলেও মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে কানপুর টেস্টের। প্রথম দিনের খেলা শেষে স্কোর যা ছিলো, তৃতীয় দিনের খেলা শেষেও তা রয়েছে। বাংলাদেশ দলের সংগ্রহ তিন উইকেটে ১০৭ রান। চতুর্থ দিন খেল মাঠে গড়ায় কিনা এখন সেটিই দেখার বাকী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০