স্পোর্টস ডেস্কঃ কানাডা গ্লোবাল টি-টোয়েন্টিতে গত রাতে সারে জাগুয়ার্সের হয়ে মাঠে নামেন লিটন দাস। প্রতিপক্ষ দল মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলেন সাকিব আল হাসান। কানাডার ব্রামটনে হওয়া লিটনদের বিপক্ষে এই ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব। দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন তিনি। প্রথমে বল হাতে ৪ ওভার করে মাত্র ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট।
টস হেরে যাওয়া সারের হয়ে ব্যাটিং ওপেন করেন লিটন ও অ্যালেক্স হেলস। প্রথম ওভারেই কার্লোস ব্র্যাথওয়েটকে ছক্কায় শুরু করেন লিটন। এরপর আর বড় শট খেলতে পারেন নি এই ওপেনার। পঞ্চম ওভারে মুখোমুখি মন্ট্রিয়ল অলরাউন্ডার সাকিবের বলে পরাস্ত হন লিটন। সাকিবের প্রথম তিন বলেই টার্ন ও বাউন্সে বারবার অস্বস্তিতে পড়েন এই ডানহাতি ব্যাটার।
সাকিবের ওভারের চতুর্থ বলে একটু জায়গা বানিয়ে খেলার চেষ্টা করতে গিয়েই বিপত্তি বাঁধান লিটন। ১১ বলে ৯ রান করে তিনি ধরা পড়েন কাভারে। এরপর সাকিব ফেরান সারের আরও দুই ব্যাটারকে। কানাডার পারগাত সিং ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডকে আউট করেন তিনি। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনিই। পাকিস্তানি পেসার আব্বাস আফ্রিদি নেন ২ উইকেট।
লিটনদের সারে লড়াইয়ে পুঁজি পায় অধিনায়ক ইফতিখার আহমেদের ব্যাটে। ৪৪ বলে ৪০ রান করেন পাকিস্তানি ব্যাটার। এছাড়া ওমানের জাতিন্দার সিংয়ের ১৫ বলে ২৭ রানের ইনিংসের সুবাদে দলটি ২০ ওভারে তোলে ১৩৬ রান। জবাব দিতে নেমে ১৫ বলে ২২ রান করে ফিরেন মন্ট্রিয়ল অধিনায়ক ক্রিস লিন। এরপর তিনে নামা সাকিবের ঝড় দেখেছেন ভক্তরা।
সাকিব খেলেছেন ১৩ বলে ২৬ রানের কার্যকরী এক ইনিংস। দলীয় ৫৪ রানে সাজঘরে ফিরলেও এর আগে দলকে দিয়েছেন শক্ত ভিত। শেষ পর্যন্ত দিলপ্রীত সিং ও দীপেন্দ্র সিংয়ের ২৮ রানের ইনিংসে ভর করে ৯ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মন্ট্রিয়ল। ব্যাট হাতে ২০০ স্ট্রাইক রেটে ১ ছক্কা ও ৪ চারে ২৬ রান এবং বল হাতে ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট শিকার করেও ম্যাচ সেরা হতে পারেন নি সাকিব। এই পুরষ্কার জিতেছেন কানাডার দিলপ্রিত সিং। মন্ট্রিয়লের জয়ে ৩১ বলে ২৮ রানে অপরাজিত থাকেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post