স্পোর্টস ডেস্ক:: প্রথমবারের মতো আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে সহযোগী সদস্য দেশ কানাডা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথমবারের মতো অংশ গ্রহনের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে কানাডার ক্রিকেট বোর্ড।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্টিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য কানাডা দলের অধিনায়কত্ব পেয়েছেন বিন জাফর। এই অলরাউন্ডারের কাঁধেই দলের নেতৃত্ববার তুলে দিয়েছে কানাডা। অভিজ্ঞ আর সিনিয়র ক্রিকেটারদের নিয়েই দল গড়েছে উত্তর আমেরিকার দেশটি।
আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের শুরু হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে থাকা কানাডাকে মোকাবেলা করতে ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। এই গ্রুপে কানাডার প্রতিপক্ষ হিসেবে আরো আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।
কানাডার বিশ্বকাপ স্কোয়াড:
সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়ানখান পাঠান, রয়নভান মোহন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post