স্পোর্টস ডেস্কঃ জাপানের ক্লাব ভিসেল কোবেকে বিদায় জানালেন আন্দ্রেস ইনিয়েস্তা। শনিবার বিদায়ী ম্যাচে কোবের কোচ তাকাইয়োকি ইওশিদা ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে শুরুর একাদশেই নামিয়েছেন। ৫৭ মিনিট খেলার পর স্পেনের সাবেক মিডফিল্ডারকে মাঠ থেকে তুলে নেন তিনি।
২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা ইনিয়েস্তা নতুন ক্লাবের সন্ধানে আছেন বলে জানিয়েছেন। বার্সেলোনার হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ৯টি লা লিগাসহ মোট ৩০টি শিরোপা জেতা ইনিয়েস্তা ৫ বছর আগে পাড়ি জমিয়েছিলেন জাপানিজ লিগে।
বিদায়ী ম্যাচ শেষে ইনিয়েস্তার চোখে টলমল করতে থাকে জল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, এই ক্লাবে ৫ বছরের পথচলায় তার প্রত্যাশা পূরণ হয়েছে। ইনিয়েস্তা বলেন, ‘২০১৮ সালে আমি এখানে এসেছিলাম এই ক্লাবে বড় একটি ক্লাবে পরিণত করে তুলতে। আমার মনে হয়, তা আমি করতে পেরেছি। মাঠের ভেতরে ও বাইরে নিজের সর্বোচ্চটা দিয়েছি। আশা করি, ক্লাবের জন্য আপনারাও ততটা গর্ব অনুভব করেন, যতটা করি আমি।’
কোবের হয়ে জিতেছেন ২০১৯ এম্পেরর’স কাপ ও ২০২০ সালে জাপানিজ সুপার কাপ। চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছে তাঁর দল। নিজেদের মাঠ নোয়েভিরে কনসাদোলে সাপ্পোরোর বিপক্ষে গতকাল শেষ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। খেলোয়াড়ি জীবনে ইনিয়েস্তা স্পেনের হয়ে টানা দুটি ইউরো জিতেছেন। ২০০৮ ও ২০১২ সালে ইউরো জেতা এই মিডফিল্ডার মাঝে জিতেছেন ২০১০ বিশ্বকাপ। সবকটিতেই তার বড় অবদান, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন জয়সূচক গোল। এদিকে কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন মোট ৩০টি ট্রফি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post