স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। গত রাতে উইন্ডিজের বিপক্ষে বড় জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে হেরে বসা ইংলিশরা দ্বিতীয় ওয়ানডে জিতল ৬ উইকেটের বড় ব্যবধানে। বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছে স্যাম কারান।
দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ২০২ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ। রান তাড়ায় উইল জ্যাকস ও জস বাটলারের ফিফটিতে ৬ উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। দলীয় ২৩ রানে প্রথম ৪ ব্যাটারের উইকেট হারায় স্বাগতিকরা।
ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে উদ্ধার করেন শেরফানে রাদারফোর্ড এবং শাই হোপ। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়েন ১২৯ রানের জুটি। ৬৩ রান করা রাদারফোর্ডকে সাজঘরে ফেরান লিয়াম লিভিংস্টোন। এই উইকেটের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের মিডল এবং লোয়ার অর্ডার। শেষ ৫ উইকেটে ৫২ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক হোপ।
সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কারান বল হাতে ৯.৫ ওভারে দিয়েছিলেন ৯৮ রান, যা ওয়ানডেতে দেশটির সবচেয়ে খরুচে স্পেল। তবে দ্বিতীয় ওয়ানডেতে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে তিনি হয়েছেন ম্যাচ সেরা। ২টি করে উইকেট করে নিয়েছেন দুই তরুণ বোলার গাস আটকিনসন ও রেহান আহমেদ। ৩ উইকেট নেন লিয়াম লিভিংস্টোনও।
জবাব দিতে নেমে উড়ন্ত শুরু পায় ইংল্যান্ড। ফিল সল্ট এবং উইল জ্যাকসের ঝড়ো ওপেনিং জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। জ্যাক ক্রলিকে ফেরান গুদাকেশ মতি। দ্রুত সময়ের ব্যবধানে ফেরেন বেন ডাকেটও।
৭২ বলে ৭৩ রান করে পার্ট টাইম বোলার রাদারফোর্ডের শিকার হয়ে ফেরেন জ্যাকস। জয় থেকে তখনও ৮৭ রান দূরে ইংলিশরা।
নিশ্চিত জয় হাত থেকে ফসকে যাওয়ার কিছুটা আশঙ্কা তৈরি হলেও সেটা আর বাড়তে দেননি অধিনায়ক জস বাটলার। ফর্মের সন্ধানে থাকা ইংলিশ অধিনায়ক খেলেন ৪৫ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস। তাতে জয়ের বন্দরে পোঁছে যায় ইংল্যান্ড। ৪৯ বলে ৪৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন হ্যারি ব্রুক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post