নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগের টি-২০ টুর্নামেন্ট আগামিকাল বুধবার থেকে সিলেটে শুরু হচ্ছে। সিলেটের দুই ভেন্যুতে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ে সকাল এবং দুপুরে একটি করে ম্যাচ অনুষ্টিত হবে।
এনসিএলে অংশ নিতে সিলেট পৌঁছেছে অংশগ্রহণকারী দলগুলো। শেষ মূুহূর্তের প্রস্তুুতি সেরেছে বিভাগীয় দলগুলো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল সোয়া ৯টায়। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সোয়া ১টায়। সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। দ্বিতীয় ম্যাচটি দুপুর ১টায়।
প্রথম দিনে সিলেটের মূল মাঠে সকালের প্রথম ম্যাচে ঢাকার মুখোমুখি হবে সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে একই মাঠে রংপুরের মুখোমুখি হবে চট্টগ্রাম। গ্রাউন্ড দুইয়ে দিনের প্রথম ম্যাচে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার মুখোমুখি হবে রাজশাহী।
সিলেটের মাঠে এনসিএল টি-২০’র খেলা দেখতে হলে দর্শকের টিকিট কেটে মাঠে ঢুকতে হবে। সাধারণ গ্যালারির টিকিট কাটতে হবে ৫০ টাকায়। ক্লাব হাউজের টিকিট কিনতে হবে ১০০ টাকা দিয়ে। গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে ৩০০ টাকায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০