স্পোর্টস ডেস্ক:: টি-২০ ক্রিকেটে ইতিহাস হলো। প্রোটিয়া কুইন্টন ডি কক ও ক্যারিবিয়ান জনসন চার্লসের সেঞ্চুরির ম্যাচটি এলো ৫১৭ রান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০০ রানের ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব।
দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের এই লড়াইয়ে ৫১৭ রানের ম্যাচটি জিতে নিয়েছে প্রোটিয়ারা। ৬ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা।
আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ জনসন চার্লসের সেঞ্চুরি ও কাইল মায়ার্সের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৫৮ রান তুলে। ২৫৬’র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন কুইন্টন ডি কক। মাত্র ৪৬ বলে ১১৮ রান করেছেন তিনি। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে দশ চার ও এগারো ছক্কা হাঁকিয়েছেন তিনি।
হাফ সেঞ্চুরিয়ান কাইল মায়ার্স ২৭ বলে ৫১ রান করেছেন। পাঁচ চার ও ছক্কায় সাজিয়েছেন হাফ সেঞ্চুরির ইনিংসটি। ১৮ বলে ৪১ রান করেন শেফার্ড। ২৮ রান করেছেন অধিনায়ক রভম্যান পাওয়েল।
দক্ষিণ আফ্রিকার হয়ে জেনিসন ৩টি ও পার্নেল ২টি করে উইকেট লাভ করেন।
২৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা দুই ওপেনার কুইন্টন ডি কক ও হ্যানডিক্সের ১৫২ রানের উদ্বোধনী জুটিতেই পেয়ে যায় জয়ের ভিত। ২২৭’র বেশি স্ট্রাইক রেটে ১০০ রান করেই সাজ ঘরে ফিরেন কক। ৪৪ বলের ইনিংস সাজিয়েছেন নয় চার ও আট ছক্কায়। এগারো চার ও দুই ছক্কায় মাত্র ২৮ বলে ৬৮ রানের ক্যামিও ইনিংস খেলেন রেজা হ্যানড্রিক্স।
অধিনায়ক এইডেন মার্করাম ২১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী হন মাত্র ৭ বলে ১৬ রান করা হ্যানরিক্স কালাসেন। ১৬ রান আসে রাইলী রুশোর ব্যাট থেকে। তাতেই ১৮.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয়ে যায় প্রোটিয়াদের।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার, রভম্যান পাওয়েলরা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post