নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মিরপুরের শের-ই বাংলায় ‘হোম অব ক্রিকেটে’ ম্যাচটি শুরু হবে ৭টায়।
তবে এর আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। যেখানে জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
এই ম্যাচে দুই দলই তারকাবহুল একাদশ সাজিয়েছে। কুমিল্লার একাদশে দেশিয়দের মধ্যে আছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, জাকের আলি অনিক, মোসাদ্দেক হোসেন সৈকতরা। বিদেশি ক্যাটাগরিতে খেলবেন ডেভিড মালান, মোহাম্মদ নবি, খুশদিল শাহ ও ফজলহক ফারুকী।
এদিকে রংপুরের একাদশও তারকাবহুল। নাইম শেখ, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রাকিবুল হাসানদের মতো এক ঝাঁক দেশি তারকা আছেন। আর বিদেশি কোটায় খেলবেন অভিজ্ঞ তিন অলরাউন্ডার শোয়েব মালিক, সিকান্দার রাজা ও বেনি হাওয়েল। তাদের সাথে আরেক বিদেশি হলো আজমতউল্লাহ ওমরজাই।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ডেভিড মালান, মোহাম্মদ নবি, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, সৈকত আলি, মুস্তাফিজুর রহমান, আশিকুর জামান, খুশদিল শাহ ও ফজলহক ফারুকী।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম শেখ, রনি তালুকদার, সিকান্দার রাজা, শোয়েব মালিক, শেখ মেহেদী হাসান, বেনি হাওয়েল, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, রাকিবুল হাসান ও রবিউল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post