স্পোর্টস ডেস্কঃ সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সরঞ্জাম নিয়ে পাকিস্তানের লিগে খেলতে নামায় শাস্তি পেলেন তরুণ নাসিম শাহ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে ব্যাটিং করতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরে নামেন তিনি। এই ঘটনায় শাস্তি পেতে হয়েছে নাসিমকে।
পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরেই নেমে গিয়েছিলেন নাসিম। যে ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
এই ঘটনা নজরে আসায় নাসিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ‘ভুল হেলমেট’ পরার অপরাধে তাঁকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটি।
বিপিএলের মাঝপথে এসে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাসিম। কুমিল্লার জার্সিতে তিন ম্যাচ খেললেও বল হাতে ছিলেন উজ্জ্বল। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাত্র ১২ রানের খরচায় ৪ উইকেট শিকার করা নাসিম মোটমাট ৭ উইকেট নামের পাশে রেখে বিপিএল ছেড়ে যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post