নিজস্ব প্রতিবেদকঃ প্রথম তিন ম্যাচে টানা হার। এরপর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে উড়ন্ত ফর্মে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা ছয় জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এমন পারফম্যান্সে বেশ খুশি সমর্থকরা।
সদ্যই বিপিএলের সিলেট পর্ব শেষ হয়েছে। তবে এই পর্বে দলটি দারুণ সমর্থন পেয়েছে। সিলেটের মাঠে কুমিল্লার খেলা দেখতে উপচে পড়েছিল দর্শক। অনেকই আবার জার্সি-পতাকা নিয়ে হাজির হয়েছিলেন। সমর্থন দিয়ে গিয়েছিলন লিটন-রিজওয়ান-নাসিম শাহদের।
দর্শকদের এমন ভালোবাসায় অভিভূত কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। এর কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে এসে ইমরুল জানান, কুমিল্লা দলটা এখন একটা ব্র্যান্ড। সবারই প্রত্যাশা থাকে ভালো কিছু। দল চ্যাম্পিয়ন না হলেও, অন্তত ফাইনাল যেন খেলে।
ইমরুল কায়েস বলেন, ‘কুমিল্লা তো এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। প্রত্যেক বছরই কুমিল্লা ভালো কিছু করে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। কুমিল্লা সমর্থকরা আশায় থাকে প্রত্যেক বছরই চ্যাম্পিয়ন হবে, অন্তত ফাইনাল খেলবে। প্রত্যেক মানুষই চায়, আমার দল ফাইনালে খেলুক। সেই হিসেবে সমর্থনটাও বেশি পাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post