স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরির ‘রেকর্ড’ গড়েছেন কুশল পেরেরা। মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করে তিনি ভেঙেছেন তিলকরত্মে দিলশানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি। তার রেকর্ড গড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ১৮ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে জিতলো টি-২০ ম্যাচ। ২০১১ সালে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন দিলশান। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে কুশল পেরেরা সেঞ্চুরি করেছেন মাত্র ৪৬ বলে।
তিন ম্যাচের টি-২০ সিরিজে আগেই হেরে যায় লঙ্কানরা। শেষ ম্যাচে জিতে সফরকারীরা হোয়াইটওয়াশ এড়িয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচটিতে শ্রীলঙ্কা জিতেছে ৭ রানে। আগে ব্যাট করা শ্রীলঙ্কা পেরেরার সেঞ্চুরিতে ২১৮ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড থেমেছে ২১১ রানে।
টস হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দুর্দান্ত ব্যাটিং করেছে। কুশল পেরেরা লঙ্কানদের হয়ে গড়েছেন ইতিহাস। তার দ্রুততম সেঞ্চুরির ম্যাচে ৫ উইকেটে ২১৮ রান তুলে লঙ্কানরা। ৪৬ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০১ রান করেছেন পেরেরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেছেন অধিনায়ক চারিথ আসলাঙ্কা। ২২ রান করেছেন কুশল মেন্ডিস।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার ও ডেরিল মিচেলরা একটি করে উইকেট লাভ করেছেন।
২১৯ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড লঙ্কানদের দুর্দান্ত বোলিংয়ে সাত উইকেটে ২১১ রানে থামে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেছেন রাচিন রবীন্দ্র। ৩৯ বলের ইনিংস সাজিয়েছেন পাঁচ চার ও চার ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন রবিনসন। ৩৫ রান করেছেন ডেরিল মিচেল।
শ্রীলঙ্কার হয়ে চারিথ আসলাঙ্কা তিনটি ও ওয়ানিন্দু হাসরাঙ্গা দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/.নিপ্র/ডেস্ক/০০