স্পোর্টস ডেস্কঃ জার্মান বুন্দেসলিগায় জিতেছে বায়ার্ন মিউনিখ। রোববার ঘরের মাঠে স্টুটগার্টকে পাত্তাই দেয়নি বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে আরেকবার পয়েন্ট হারাল পিএসজি। লিলের বিপক্ষে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে গিয়েও জেতা হয় নি লুইস এনরিকের দলের। ১-১ গোলে ড্র করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
আলিয়াঞ্জ এরিনায় স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আর বাকি গোলটি করেছেন ডিফেন্ডার মিন-জায়ে কিম। তবে এই জয়েও টেবিলের শীর্ষে ওঠা হলো না টমাস টুখেলের দলের। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বাভারিয়ানরা। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বায়ার লেভারকুজেন।
এদিকে লিগ ওয়ানে লিলের মাঠে আতিথ্য নিতে যাওয়া পিএসজিকে দ্বিতীয়ার্ধে এগিয়ে দেন এমবাপে। ম্যাচের ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন এই ফরাসি ফরোয়ার্ড। এই এক গোলের লিড নিয়েই জয়ের অনেক কাছেও চলে গিয়েছিল পিএসজি। তবে বলদি হিসেবে নামা কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিড ৯৪তম মিনিটে গোল করে লিলকে সমতায় ফেরান। তাতে ড্র নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। এই ড্রয়ের ফলে আট ম্যাচ পর লিগে পয়েন্ট হারাল পিএসজি। তবে পয়েন্ট হারালেও ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে তারা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে লিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post