স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত ছন্দে আছেন হ্যারি কেইন। বুন্ডেসলিগায় টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ তারকা। গড়েছেন গোলের রেকর্ড। তার নৈপুণ্যে গত রাতে বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। এর আগে ঘরের মাঠে ডার্মস্টাডের বিপক্ষে দলের ৮-০ গোলের জয়ের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন এই মৌসুমেই বায়ার্নে যোগ দেওয়া কেইন।
নিজেদের খেলা সবশেষ ম্যাচে জার্মান কাপে তৃতীয় সারির ক্লাব সারব্রুকেনের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বায়ার্ন। এ নিয়ে সমালোচনায় পড়েছিলেন কোচ টমাস টুখেল। তবে এবার ভয়ঙ্কর বায়ার্নকে দেখা গেলো। ডর্টমুন্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে টুখেলের দল। দ্বিতীয় মিনিটেই বায়ার্নকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার দায়দ উপামেকানো। নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন।
৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের পর যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারের সব মিলিয়ে আসরে ১০ ম্যাচে হ্যাটট্রিক হলো তিনটি, আর গোল ১৫টি। বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম ১০ ম্যাচে ১৫ গোল করলেন তিনি। এর আগে ১৯৬৩-৬৪ মৌসুমে শালকের হয়ে নিজের প্রথম ১০ ম্যাচে সর্বোচ্চ ১৩ গোল করেছিলেন ক্লাউস।
১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে বায়ার্ন। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বেয়ার লেভারকুজেন। সমান ২১ পয়েন্ট নিয়ে স্টুটগার্ট তিনে, বরুসিয়া চারে আছে। স্টুটগার্ট একটি ম্যাচ কম খেলেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post