স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ তিন বছর কোনো ধরনের শিরোপা জিততে পারছিল না জুভেন্টাস। অবশেষে সেই শিরোপা খরা কাটল আতালান্তাকে হারিয়ে কোপা ইতালিয়া জিতে। তবে শিরোপা জেতার পরই অশান্তি ক্লাবটিতে। শিরোপা জেতার দিন দুয়েক পরই কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে জুভেন্টাস। মূলত রেফারির সাথে বাজে আচরণসহ, ক্লাবের মূল্যবোধ বিরোধী কাজের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে জুভেন্টাস।
আতালান্তার বিপক্ষে শিরোপা জেতার ম্যাচে ম্যাচের শেষ দিকে রেফারির এক সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্ত হন অ্যালেগ্রি। রেফারির সাথে উচ্চবাক্যে লিপ্ত হন, বাজে অঙ্গভঙ্গির সাথে অসম্মানজনক শব্দ ব্যবহার করেন। এসময় নিজের পরনের কোটও খুলে ফেলেন। এরপর রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে ডাগ আউট থেকে বহিস্কার।
ক্লাবের পক্ষে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘জুভেন্টাস আজ বিবৃতিতে জানিয়েছে, কোপা ইতালিয়া ফাইনাল ম্যাচের সময় এবং ফাইনালের পর নির্দিষ্ট কিছু আচরণের জন্য কোচকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরুষদের দলের প্রধান কোচের পদ থেকে আলেগ্রিকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post